শিরোনাম
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৬
গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এদিন ইসরাইলের উত্তরাঞ্চলে গাজা থেকে রকেট হামলা চালানোর সতর্কতামূলক সাইরেনও শোনা গেছে।


বুধবার (১৬ সেপ্টেম্বর) এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


এক প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র দল হামাসের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরাইল। অবশ্য ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার কথা নিশ্চিত করেনি।


যদিও এক বিবৃতিতে তারা বলেছে, গাজার সীমান্ত সংলগ্ন ইসরাইলি এলাকায় রকেট হামলার সতর্কতামূলক সাইরেন বেজেছে। এর কয়েক ঘণ্টা আগে গাজা থেকে ইসরাইলের আশদোদ শহরে রকেট হামলা চালানো হয়।


প্রসঙ্গত, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ইসরাইলকে স্বীকৃতি দিয়ে দেশটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সংযুক্ত আরব-আমিরাত ও বাহরাইন। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময়েই ইসরাইলে রকেট হামলা চালানো হয়।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com