শিরোনাম
করোনায় ভারতে একদিনে শনাক্ত ৬৯ হাজার ৬৫২, মৃত্যু ৯৭৭
প্রকাশ : ২০ আগস্ট ২০২০, ১০:৩১
করোনায় ভারতে একদিনে শনাক্ত ৬৯ হাজার ৬৫২, মৃত্যু ৯৭৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯৭৭ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৫৩ হাজার ৮৬৬ জন।


বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।


ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সর্বাধিক ৬৯ হাজার ৬৫২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ লাখ ৩৬ হাজার ৯২৫। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৬৬৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৭৯৪ জন। সুস্থতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ।


করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, তেলেঙ্গানা, আসাম ও গুজরাট।


করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ২১ হাজার ৩৩ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৬ হাজার ১২৩ জন, কর্ণাটকে ৪ হাজার ৩২৭ জন এবং দিল্লিতে ৪ হাজার ২৩৫ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com