শিরোনাম
রাতেই পদত্যাগ করছে লেবানন সরকার
প্রকাশ : ১০ আগস্ট ২০২০, ২২:১৫
রাতেই পদত্যাগ করছে লেবানন সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজধানী বৈরুতের গুদামে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনা, অর্থনৈতিক সঙ্কট, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবল আন্দোলনের মুখে রাতেই পদত্যাগ করছে লেবানন সরকার।খবর সিএনএনের।


সরকারের একজন শীর্ষ সরকারি কর্মকর্তার সূত্রে সিএনএন আরো জানিয়েছে, তার বিশ্বাস স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) রাতের মধ্যেই বর্তমান ক্ষমতাসীন সরকার পদত্যাগ করবেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।


লেবানন গত এক দশক ধরে চরম অর্থনৈতিক সমস্যায় জর্জড়িত। এর মধ্যে করোনা ভাইরাসের থাবায়ও নাজেহাল অবস্থা। মুদ্রার মান তলানিতে ঠেকায় বহু বিদেশি শ্রমিক লেবানন ছাড়তে বাধ্য হয়েছেন। দীর্ঘদিনের সমস্যার সঙ্গে বৈরুতের বিস্ফোরণ সঙ্কট আরও প্রবল করেছে। এমন পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ মানুষ। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীর হামলায় রণক্ষেত্র রাজধানী। গ্রেফতার করা হয়েছে প্রায় ৩ হাজার মানুষ।


গেল ৪ আগস্ট লেবাননের বন্দরের গুদামে বিস্ফোরণে ২২০ জনের মতো প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক। আহত হয়েছেন অনেকে।এ অবস্থায় বর্তমান প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগ করলে আগামী এক বছরের মধ্যে নতুন প্রধানমন্ত্রী খুঁজে নিতে হবে লেবাননবাসীকে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com