শিরোনাম
সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লাখ
প্রকাশ : ০৬ আগস্ট ২০২০, ১০:০৬
সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ২২ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারা বিশ্বে মহামারী করোনাভাইরাস জয় করে বাড়ি ফিরেছেন ১ কোটি ২২ লাখ মানুষ।বৃহস্পতিবার (৬ আগস্ট) ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।


ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সারা বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট এক কোটি ২১ লাখ ৬২ হাজার ১৫৮ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৪৩৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ১৯৬ জনে।


করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ৭৩ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৪০ হাজার ১৩৭ জন।


দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৬২ হাজার ৭৬১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৪১৮ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ২০ হাজার ৬৩৭ জন।


এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৯ লাখ ৬৩ হাজার ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২০০ জন।


চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৬২৭ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৯০ জনের।


আর ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com