
যুক্তরাষ্ট্রের তেল কোম্পানি সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের সাথে চুক্তি করায় নিন্দা জানিয়েছে তুরস্ক।
সোমাবার (৩ আগস্ট) তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসডিএফকে যুক্তরাষ্ট্র সমর্থন দেয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে টার্গেট করে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন আন্তর্জাতিক আইনলঙ্গন করেছে।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, সিরিয়ার কুর্দি গেরিলারা এসডিএফ’র মাধ্যমে এই চুক্তির সুবিধা নিয়ে বিচ্ছিন্নতাবাদী এজেন্ডা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যাতে সিরিয়ার জনগণের প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হবে।সিরিয়ার প্রাকৃতিক সম্পদ সিরিয়ার জনগণেরই সম্পদ।এসডিএফ এবং মার্কিন কোম্পানির মধ্যকার এই চুক্তি সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ার নামান্তর, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এদিকে সিরিয়ার সরকারও এসডিএফ এবং মার্কিন কোম্পানির মধ্যকার চুক্তির নিন্দা জানিয়েছে। এই চুক্তিকে সিরিয়ার ‘তেল চুরি’ বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]