শিরোনাম
লকডাউনে বিষপানে ছেলের মৃত্যু, শুনে বাবার আত্মহত্যা
প্রকাশ : ২৪ জুলাই ২০২০, ১৫:৫০
লকডাউনে বিষপানে ছেলের মৃত্যু, শুনে বাবার আত্মহত্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে লকডাউনের কারণে কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। হতাশায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। একই কারণে আত্মহত্যা করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ এলাকার এক যুবক। ছেলের আত্মহত্যার খবর শুনে দড়িতে ঝুলেছেন তার বাবা। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।


দীপঙ্কর মালাকার নামের ওই যুবক একটি হোটেলে কাজ করতেন। লকডাউনে কাজ চলে যাওয়ায় বাড়ি ফিরে আসেন। রোজগার বন্ধ হয়ে যাওয়ায় সংসার খরচ, বাবা-মায়ের চিকিৎসার খরচ কীভাবে জোগাড় হবে তা বুঝতে পারছিলেন না তিনি। এ নিয়ে চরম হতাশায় ভুগছিলেন এই যুবক। এমন পরিস্থিতিতে তিনদিন আগে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন দীপঙ্কর।


তিনি অসুস্থ হয়ে পড়তেই পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়। দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যুবক।


প্রতিবেশীরা জানান, দীপঙ্করের মৃত্যুর খবর পাওয়া মাত্রই অদ্ভুতভাবে চুপ হয়ে যান তার বাবা। কান্নাকাটিও করেননি তিনি। এই ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।


প্রতিবেশীরা আরও জানান, অনেক কষ্ট করে ছেলেকে বড় করেছিলেন ওই বৃদ্ধ। তবে অভাব থাকলেও সুখী ছিলেন তারা। কিন্তু ছেলের এই পরিণতি মানতে পারেননি তিনি। সেই কারণেই দড়িতে ঝুলে পড়েন তিনি।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com