শিরোনাম
লকডাউনে বিয়ে, করোনায় প্রাথমিক শিক্ষিকার মৃত্যু
প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ১৪:১৯
লকডাউনে বিয়ে, করোনায় প্রাথমিক শিক্ষিকার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লকডাউনের মধ্যেই সামাজিক দূরত্ববিধি, মাস্ক সব কিছু মেনেই বিয়ে করেছিলেন। কিন্তু এক মাসের মধ্যেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ভারতের হুগলির চন্দননগরের এক স্কুল শিক্ষিকার।


মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে মৃত্যু হয় সৌমি সাহা নামে ওই শিক্ষিকার।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দননগর মুন্সিপুকুর এলাকার বাসিন্দা ৩৬ বছর বয়সী এই শিক্ষিকা পোলবার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। গত ১৪ জুন চন্দনগরেরই যুবক প্রসূন ঘটকের সঙ্গে বিয়ে হয় তার। প্রসূন কর্মসূত্রে মুম্বাইয়ে থাকতেন। বিয়ের জন্য সেই সময় মুম্বাই থেকে গাড়িতে করে চন্দননগরে ফেরেন।


পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন সৌমি। চিকিৎসার জন্য গত কয়েক দিন আগে চন্দননগর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাষকষ্টের জন্য তাকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে গত শনিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে করোনা চিকিৎসার জন্য শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তর করা সম্ভব হয়নি। মঙ্গলবার বিকেল চারটার দিকে ওই শিক্ষিকার মৃত্যু হয়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com