
ইরাকে সামরিক সরঞ্জাম বহনকারী একটি মার্কিন সেনা বহরের ওপর হামলার ঘটনা ঘটেছে। বাগদাদের দক্ষিণে সামোয়া এবং দিওয়ানিয়া এলাকার মধ্যে এ হামলা হয়। নবগঠিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী সারাইয়া সাওরাত আল-ইশরিন আল-সানিয়া এ হামলার দায় স্বীকার করেছে।
আরটি/প্রেসটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সামরিক বহরটি দিওয়ানিয়ার আল-ক্বাদিসিয়াহ ও মুসান্না প্রদেশের সেভিসলিন এলাকার মধ্যে যাতায়াত করছিল।
সামরিক বহরের অন্তত তিনটি গাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এসব যানবাহনে আগুণ ধরে যায়। শনিবার স্থানীয় সময় রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- রিমোট কন্ট্রোলের সাহায্যে এই হামলা চালানো হয়।
হামলার ভিডিও এবং স্থিরচিত্রে দেখা যায় হামলায় সামরিক বহরে আগুন ধরে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]