শিরোনাম
সাগরপথে দুই দিনে ইতালিতে ৩৬২ বাংলাদেশী
প্রকাশ : ১২ জুলাই ২০২০, ০৯:৫৫
সাগরপথে দুই দিনে ইতালিতে ৩৬২ বাংলাদেশী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাগরপথে গত দুই দিনে ইতালি পৌঁছেছে ৩৬২ বাংলাদেশী। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।


জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, গত দুই দিনে সাগরপথ পাড়ি দিয়ে ইতালির লাম্পেদুসা দ্বীপে ৫০০ বেশি অভিবাসী পৌঁছেছে।


লিবিয়ার একটি নৌকায় ৯৫ জন এবং অপরটিতে ২৬৭ বাংলাদেশী রয়েছেন। গ্রীষ্মকালে ভূমধ্যসাগর শান্ত থাকার সুযোগ নিয়ে এসব অভিবাসীরা ইতালি পৌঁছেছে।


আইওএম মুখপাত্র ফ্লাবিও ডি জিয়াকোমো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বাংলাদেশীদের ইতালি পৌঁছানোর ঘটনা নতুন নয়।


দেশটিতে চলতি বছরের এখন পর্যন্ত প্রায় আট হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল তিন হাজার। আর ২০১৮ সালে এই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজার।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com