শিরোনাম
তুরস্কে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৫০
প্রকাশ : ২১ আগস্ট ২০১৬, ১৫:৫০
তুরস্কে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানটেপ শহরে এক বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতের এ ঘটনায় আহত হয়ে শতাধিক। রবিবার বিবিসির অনলাইন ভার্সনে এ খবর প্রকাশ করা হয়।



এদিকে হামলায় ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ এরদোগান। শনিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন, নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) ও আইএসের মধ্যে কোনো পার্থক্য নেই। আইএস গাজিয়ানটেপে হামলাকারী হতে পারে।


উল্লেখ্য, গুলেনকে গত ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করে আসছে এরদোগান।


তিনি বলেন, ‘আমাদের ওপর যারা হামলা করছে তাদেরকে আবারো একটি বার্তা দিতে চাই, তোমরা সফল হবে না। তুরস্ক গাজিয়ানটেপ হামলার উস্কানির কাছে নতি স্বীকার করবে না এবং এর পরিবর্তে ঐকমত্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রদর্শন করবে।


তিনি বলেন, গাজিয়ানটেপের মত হামলার উদ্দেশ্য হল আরব, কুর্দি ও তুর্কম্যানের মত তুরস্কের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিভেদ এবং জাতিগত ও ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা।


গভর্নর আলী ইয়েরলিকায়া শহরের প্রাণকেন্দ্রে বিয়ের অনুষ্ঠানে চালানো এ হামলাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করছেন। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।
হামলাটিকে ‘বর্বর’ হিসেবে উল্লেখ করেছেন উপ-প্রধানমন্ত্রী মাহমেত সিমসেক। তিনি বলেন, ‘পিকেকে, ইসলামিক স্টেট (আইএস), গুলেন আন্দোলন- সবগুলো সন্ত্রাসী সংগঠনের টার্গেট এখন তুরস্ক। তবে ঈশ্বর চাইলে আমরা এটি কাটিয়ে উঠব।’



গাজিয়ানটেপ শহরটি যুদ্ধ-বিধ্বস্ত সিরীয় সীমান্ত থেকে ৬৪ কিলোমিটার দূরে অবস্থিত। শহরটির শাহিনবে এলাকায় বোমা হামলাটি চালানো হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক কুর্দি বাস করে। কুর্দিদের সঙ্গে বিরোধ থাকায় সম্প্রতি এলাকাটিতে আইএস জঙ্গিদের তৎপরতা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, বিয়েতে বিপুল সংখ্যক কুর্দি উপস্থিত ছিল।
তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সরকারি কিছু সূত্রের দাবি, হামলাটি জঙ্গি সংগঠন আইএস অথবা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি চালিয়েছে।



ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)’র গাজিয়ানতেপ আসনের সংসদ সদস্য মেহমেৎ এরদোগান বলেছেন, কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত নয়। তবে এটি আত্মঘাতী হামলা বলেই ধারণা করা হচ্ছে।


গত বছর থেকে তুরস্কে আইএস ও কুর্দি জঙ্গিগোষ্ঠীরা ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে আসছে। সর্বশেষ গত জুনে ইস্তাম্বুল বিমান বন্দরে এক হামলায় ৪০ জন নিহত হয়। সূত্র: বিবিসি ও সিএনএন



বিবার্তা/নিশি


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com