শিরোনাম
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে
প্রকাশ : ০৯ জুলাই ২০২০, ১৮:৩১
বিশ্বে করোনায় মৃতের সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে
প্রিন্ট অ-অ+

সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫২ হাজার সাতশ ৮৪ জনে। আর করোনায় মোট আক্রান্ত হয়েছেন এক কোটি ২১ লাখ ৯৭ হাজার আটশ ৩৭ জন।সুস্থ হয়ে ওঠেছেন ৭০ লাখ ৯৪ হাজার তিনশ ৪৭ জন।


ওয়ার্ল্ডোমিটারস’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৫৯ হাজার ৫১৪। মৃত্যু হয়েছে এক লাখ ৩৪ হাজার ৮৮৩ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ১৬ হাজার ১৯৬। এর মধ্যে ৬৮ হাজার ৫৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা সাত লাখ ৭১ হাজার আটশ ৩৩ জন। এর মধ্যে ২১ হাজার একশ ৭৪ জনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com