শিরোনাম
পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটেনি: ইরান
প্রকাশ : ০৮ জুলাই ২০২০, ১৯:৩২
পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটেনি: ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশের পরমাণু স্থাপনায় বিস্ফোরণের খবর অস্বীকার করেছে দেশটির আণবিক শক্তি সংস্থা।


মঙ্গলবার (৭ জুলাই) এক বিবৃতিতে ইরানের আণবিক শক্তি সংস্থা বলেছে, ইরানের শহীদ রেজায়িনেজাদ পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে বলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেটি ইসরাইলের ষড়যন্ত্র। ওই স্থাপনায় কোনো বিস্ফোরণ ঘটেনি।খবর ফার্স নিউজের।


বিবৃতিতে আরো বলা হয়, আমেরিকা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছে তার সঙ্গে তাল মিলিয়ে ইরানি জনগণকে হতাশ করে দেয়া হচ্ছে এ ধরনের প্রচারণার অন্যতম উদ্দেশ্য। স্যাটেলাইট থেকে তোলা শহীদ রেজায়িনেজাদ স্থাপনার যে কথিত ছবি প্রকাশ করা হয়েছে তাও ওই স্থাপনার নয়।


২০১৫ সালের পরমাণু চুক্তিতে ইরান সম্মত হয়েছিল যে, কম মাত্রার ইউরেনিয়াম উৎপাদন করবে যা পরমাণুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তেল উৎপাদন করবে।তবে ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর গত বছর ইরান এই চুক্তি থেকে সরে আসে।এরপর ইরান নাতানজে অ্যাডভান্সড সেন্ট্রিফিউজ দ্বিগুণ করা হয়েছে।ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সেন্ট্রিফিউজ ব্যবহৃত হয়। এছাড়া এটি রিয়েক্টর এবং পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহার করা হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com