শিরোনাম
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়াল
প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ০৯:০৩
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ৩০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার প্রথম দফার আঘাতেই জর্জরিত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে কোনভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে ভাইরাসটিকে। ফলে প্রতিদিনই রেকর্ড সংক্রমণ দেখছে ট্রাম্পের দেশ। গত একদিনও এর ব্যত্যয় ঘটেনি। এতে করে আক্রান্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে সেখানে। মৃতের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে সোয়া ১৩ লাখের মতো ভুক্তভোগী সুস্থ হয়ে বেঁচে ফিরেছেন।


দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’


বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যোগ হয়েছে ৫৭ হাজার ৯০৫ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৪০ হাজার ৮৩৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৪১০ জনের। এ নিয়ে দেশটির ১ লাখ ৩২ হাজার ৯৭৯ জনের মৃত্যু হলো করোনায়।


এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্ত ৪ লাখ ২৩ হাজারের কাছাকাছি। যেখানে ৩২ হাজার ২৬৭ জন মানুষের মৃত্যু হয়েছে।


সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনা রোগীর সংখ্যা পৌনে ৩ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৪৪৫ জনের।


সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা দুই লাখ ১০ হাজারে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ২ হাজার ৭৩৮ জনের।


ফ্লোরিডায় সংক্রমণ ২ লাখ ৬ হাজার পেরিয়েছে। ইতিমধ্যে সেখানে ৩ হাজার ৭৭৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৩০২ জনের।


ইলিনয়সে ১ লাখ ৪৯ হাজার মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে ৭ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। ম্যাসাসুয়েটসসে ১ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে সংক্রমিতের সংখ্যা। যেখানে ৮ হাজার ১৯৮ জন প্রাণ হারিয়েছেন।


পেনসিলভেনিয়াকে পেছনে ফেলেছে অ্যারিজোনা। যেখানে করোনাক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে গেল। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ১ হাজার ৮১০ জন মানুষ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com