শিরোনাম
পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
প্রকাশ : ০৩ জুলাই ২০২০, ১৭:৩৩
পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দো ফিলিপে পদত্যাগ করেছেন। উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার ক’দিনের মাথায় মন্ত্রিপরিষদ ছাড়লেন তিনি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে।


এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ফিলিপে। তাছাড়া গুঞ্জন রয়েছে, করোনাভাইরাসের ধকল কাটিয়ে ওঠার জন্য মন্ত্রিপরিষদে রদবদল করতে পারেন ম্যাখোঁ।


তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।


অবশ্য পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-র সঙ্গে আলোচনা করেছেন ফিলিপে। ম্যাখোঁ তাতে সমর্থন করেছেন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন নয়।


সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর তিনি তা গ্রহণ করেছেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com