শিরোনাম
দিল্লিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হামলা
প্রকাশ : ২৮ জুন ২০২০, ১১:৪০
দিল্লিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে ভারতের রাজধানী নয়া দিল্লির বেহাল দশা। এরইমাঝে দিল্লিতে পঙ্গপালের সতর্কতা জারি হলো। পাশের শহর গুরুগ্রামের (আগের গুরগাঁও) আকাশে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল দেখা গেছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই শহরে এবারই প্রথম পঙ্গপাল দেখা গেছে।


বিভিন্ন ফুটেজ ও ভিডিও ক্লিপে দেখা যায় হাজারে হাজারে পঙ্গপাল বিল্ডিং ও ছাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে।


মাসখানে আগে অবশ্য দেশটির মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান ও মধ্যপ্রদেশে পঙ্গপাল হানা দেয়। এরপর পাঞ্জাবের কিছু অংশ, উত্তর প্রদেশের পশ্চিম প্রান্ত হয়ে হরিয়ানায় আসে। এবার দিল্লির নিকটে হামলা দিল।


টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, শনিবার দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায় শহরের দক্ষিণ ও পশ্চিম জেলা কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতা দিয়েছেন।


এদিকে পঙ্গপালকে তাড়াতে গুরুগ্রামে বাসিন্দাদের হাঁড়ি এবং কলস বা ড্রাম ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া এএনআই নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দিল্লি ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানের পাইলটদের সতর্ক থাকতে বলা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com