শিরোনাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
প্রকাশ : ০৭ জুন ২০২০, ১৪:১৪
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দায় বিশ্ব। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামও ওঠা-নামা করছে।


আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে সোনার দাম ৪৪ দশমিক ৪০ মার্কিন ডলার বা ২.৬ শতাংশ কমে হয়েছে প্রতি আউন্স ১ হাজার ৬৮৩ ডলার, যা ২ মের পর সর্বনিম্ন। বাংলাদেশী মুদ্রায় এটি প্রায় ১ লাখ ৪২ হাজার ৯৬১ টাকা। পুরো সপ্তাহের হিসাবে সোনার দাম কমেছে প্রায় ৩.৯ শতাংশ।


এর পাশাপাশি রুপার দামও কমেছে ৫.৫ শতাংশ। বিশ্ববাজারের পাশাপাশি সোনার দাম কমেছে ভারতেও। শুক্রবার ভারতে ১০ গ্রাম সোনার দাম ৪৬ হাজার ৩৫০ রুপিতে নেমে যায়। এদিন সোনার দর প্রায় ১ শতাংশ কমেছে।


সাধারণত মন্দার সময় সোনার দাম বাড়তে থাকে। কারণ তখন বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে সোনা কিনে মজুদ করে রাখেন। আর অর্থনীতি চাঙ্গা হলে সোনার দাম কমে, কারণ তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে শেয়ারবাজারের দিকে ঝুঁকে পড়েন। লকডাউন শিথিল হওয়ায় যুক্তরাষ্ট্রে কাজের ক্ষেত্র গত মাসের তুলনায় বেড়েছে। ফলে শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে দেশটিতে নতুন ২৫ লাখ চাকরির সুযোগ তৈরি হয়েছে। এতে দেশটিতে বেকারত্ব কমে হয়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com