শিরোনাম
মৃত্যুই সবার নিয়তি: ব্রাজিলের প্রেসিডেন্ট
প্রকাশ : ০৫ জুন ২০২০, ১৫:১৮
মৃত্যুই সবার নিয়তি: ব্রাজিলের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আক্রান্ত ও মৃত্যুর পূর্বের রেকর্ডকে ছাড়িয়ে গেল ব্রাজিল। এরই মধ্যে দেশটিতে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেছেন, মৃত্যুই সবার নিয়তি। বুধবার (৩ জুন) ব্রাজিলের প্রেসিডেন্ট এমনটিই বলেছেন।


অন্যদিকে, দেশব্যাপী সমালোচনার জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন তিনি।


ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৬৬ লাখ ৯৭ হাজার ৭৬৩ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৬০ হাজার ২১৩ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ৪৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩২ লাখ ৪৪ হাজার ৪২৩ জন সুস্থ হয়ে উঠেছে। এবং মারা গেছে তিন লাখ ৯৩ হাজার ১২৭ জন।


গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।


গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com