শিরোনাম
অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে ১৬০০ সেনা মোতায়েন
প্রকাশ : ০৩ জুন ২০২০, ২১:২৬
অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র, ওয়াশিংটনে ১৬০০ সেনা মোতায়েন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রে কৃঞ্চাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় টানা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। ইতিমধ্যে বেশ কয়েটি অঙ্গরাজ্যে সহিংসতার ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওয়াশিংটন-ডিসিতে ১৬০০ সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ।খবর-রয়টার্সের।


ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সারাদিনই বিক্ষোভকারীরা শান্ত ছিল। তবে রাতে তারা পুলিশের দিকে পাথর ও আতশবাজি ছুড়ে মারে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে পিপার স্প্রে করে।


পেন্টাগনের মুখপাত্র জোনাথন রথ হফম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, সেনাবাহিনীকে সর্বোউচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। তবে এখনই কোনো বেসামরিক কর্তৃপক্ষের প্রতিরক্ষার সমর্থনে কোনো কাজে অংশ নিচ্ছে না।এই বাহিনীর মধ্যে মিলিটারি পুলিশ ও ইঞ্জিনিয়ারিং দক্ষতা সম্পন্নরা রয়েছেন।


এদিকে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বিক্ষোভ অষ্টম দিনে গড়িয়েছে। মঙ্গলবার রাতে বিচ্ছিন্ন দুএকটি ঘটনা ছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছে।


গত সপ্তাহে মিনিপোলিস শহরে ফ্লয়েড নামে ৪৬ বছরের এক কৃষ্ণাঙ্গকে হত্যা করে ডেরেক চাওভিন নামে এক পুলিশের এক সাবেক কর্মকর্তা। ভিডিও ফুটেজে দেখা গেছে, ফ্লয়েডের গলায় হাঁটু গেড়ে বসে আছেন ডেরেক। মামলায় ডেরেকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও বিক্ষোভকারীদের দাবি, ঘটনার সঙ্গে সম্পৃক্ত আররো তিন পুলিশ সদস্যের বিরুদ্ধেও একই অভিযোগ আনতে হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com