শিরোনাম
ভারতে লকডাউন বাড়ল আরো একমাস
প্রকাশ : ৩০ মে ২০২০, ২০:৩৫
ভারতে লকডাউন বাড়ল আরো একমাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে পঞ্চম দফায় আরো একমাস লকডাউন বাড়ানো হয়েছে। এবার লকডাউনের নাম দেওয়া হয়েছে আনলক-১। শনিবার (৩০ মে) ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।


৩০ মে থেকে ঘোষিত লকডাউন আগামী ৩০ জুন পর্যন্ত কার্যকর হবে। তবে তারপর লকডাউন আর বাড়ানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


এর আগে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু করে দেশটির সরকার। প্রথম দফায় ২১ দিন, পরের দফায় ১৯ দিন এবং তার পরের দুই দফায় ১৪ দিন করে মোট ৬৮ দিনের লকডাউন করা হয়। ৩১ মে ছিল ৬৮ দিনের লকডাউনের সীমা।আগামী ১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত আবার নতুন লকডাউন করা হলো দেশটিতে।


তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ৮ জুন থেকে সরকারি-বেসরকারি দফতরে ৭০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরুর ঘোষণা দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণায় আগামী ১ তারিখ থেকে ধর্মীয়স্থান খোলার নির্দেশনাও আছে। তবে তারাপীঠ মন্দিরসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় উপাসনালয় ১৫ জুনের পর থেকে খোলবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com