শিরোনাম
করোনা: মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেলো ব্রাজিল
প্রকাশ : ৩০ মে ২০২০, ১৪:১৯
করোনা: মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেলো ব্রাজিল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় স্পেনকে ছাড়িয়ে গেলো ব্রাজিল। সর্বশেষ তথ্যমতে দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮৭৮ মানুষের।


গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে রেকর্ড ২৬ হাজার ৯২৮ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১২৪ জনের। যেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৫ হাজার ১৬৬। এমন তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


সর্বোচ্চ মৃত্যুর তালিকায় শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি ও ফ্রান্স। এরপরের অবস্থানে রয়েছে সাম্বার দেশ ব্রাজিল।


শুক্রবার (২৯ মে) পর্যন্ত স্পেনের মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২১। তবে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিল খুব দ্রুতই ফ্রান্সকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফরাসিদের বর্তমান মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ৭১৪।


এদিকে মৃত্যুর হারে পঞ্চম হলেও আক্রান্তের দিক থেকে বিশ্বব্যাপী ব্রাজিলের অবস্থান দ্বিতীয়। যদিও শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র থেকে অনেক পিছিয়ে রয়েছে তারা। মার্কিন মুল্লুকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com