শিরোনাম
করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল ভারত
প্রকাশ : ২৯ মে ২০২০, ১০:৩৫
করোনায় মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাস আক্রান্তের পর এবার মৃতের সংখ্যায় করোনার আঁতুড়ঘর চীনকে ছাড়িয়ে গেল ভারত।


দ্য হিন্দুর শুক্রবার (২৯ মে) সকালের আপডেট অনুযায়ী, করোনায় ভারতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ৭০৭ জন। অন্যদিকে চীনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৬৩৮ জন। আক্রান্ত হয়েছেন ৮৪ হাজার ১০৬ জন।


এছাড়া ভারতে এখন পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ৩৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৯ হাজার ৭১১ জন।


করোনা সংক্রমণের বিস্তার ভারতে ৬৬ দিনের মতো লকডাউন চলছে। অবশ্য শেষ দফা লকডাউনে কিছু ছাড় দিয়ে শিথিল করা হয়েছে বিধিনিষেধ।


এই সময় জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয় সুস্থতার হার বৃদ্ধির যুক্তি শোনালেও কেন্দ্রীয় কর্মকর্তাদের কথায় স্পষ্ট, দেশের নানা প্রান্তে কোয়ারেন্টিনে থাকা ২৩ লাখেরও বেশি মানুষ তাদের চিন্তা বাড়াচ্ছে।


স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের রিপোর্ট বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৬৬ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৭৫ শতাংশে।


অবশ্য এদিনই দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। আর মহারাষ্ট্রের মধ্যে শুধু মুম্বাইয়েই একদিনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৩৮ আর মৃত্যু ৩৮ জনের।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com