শিরোনাম
কালবৈশাখীর কবলে কলকাতা, নিহত ২
প্রকাশ : ২৮ মে ২০২০, ০৯:২৭
কালবৈশাখীর কবলে কলকাতা, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্পানের দাগ মিটতে না মিটতেই পশ্চিমবঙ্গে ফের তাণ্ডব চালিয়েছে ঝড়। বুধবার (২৭ মে) সন্ধ্যায় কলকাতা ও এর আশপাশের এলাকায় ওপর দিয়ে বয়ে গেছে শক্তিশালী কালবৈশাখী। এতে এ পর্যন্ত অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


মাত্র এক সপ্তাহ আগেই ঘণ্টায় ১৩৩ কিলোমিটার বেগে আঘাত হেনেছিল আম্পান। গতকালের কালবৈশাখী এর চেয়ে কিছুটা কম, ঘণ্টায় প্রায় ৯৬ কিলোমিটার বেগে আঘাত হেনেছে। এর জেরে বুধবার সন্ধ্যায় ফের বিদ্যুৎহীন হয়ে পড়ে কলকাতা শহরের বিভিন্ন এলাকা।


ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলকাতায় শুরু হয় কালবৈশাখীর দাপট। এতে হুগলির আরামবাগে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত দু’জন। এছাড়া দুর্গাপুরে বজ্রপাতে মারা গেছেন একজন।


পুলিশ জানিয়েছে, ঝড়ে কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ, শরৎ বসু রোড এবং লেক রোডের সংযোগস্থল, বেলেঘাটা মেন রোড, চাউল পট্টি রোড, নারকেলডাঙা মেন রোড, রাজা বসন্ত রায় রোডসহ বেশ কয়েকটি জায়গার গাছপালা ভেঙে পড়েছে। উত্তর ২৪ পরগনার বাগদায় প্রায় ৪০ মিনিট ধরে তাণ্ডব চালিয়েছে এ কালবৈশাখী।


কলকাতার বিদ্যুৎ অধিদফতর জানিয়েছে, অনেক চেষ্টার পর কলকাতার যেসব এলাকার বিদ্যুৎসংযোগ ফেরানো হয়েছিল, বুধবারের ঝড়ে তার বহু এলাকায় ফের বিদ্যুৎ চলে গেছে। শুক্রবারও ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্ভাবাসে জানানো হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com