শিরোনাম
ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
প্রকাশ : ২৫ মে ২০২০, ১১:০৭
ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ব্রাজিলের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। রবিবার (২৪ মে) হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব অ-মার্কিনি আবেদনের দুই সপ্তাহ আগে ব্রাজিলে ছিলেন তাদের জন্য সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা ব্যবসায়িক ক্ষেত্রে প্রযোজ্য নয়।


যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, ‘আশা করি ব্রাজিলের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা অস্থায়ী হবে। মার্কিন নাগরিকদের সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সবধরনের পদক্ষেপ নিচ্ছি।’


গত কয়েকদিন থেকে ব্রাজিলে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। ইতোমধ্যেই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা।


রবিবারও দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৮১৩ জন, মারা গেছেন অন্তত ৬৫৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৬৬ জন, আর আক্রান্ত ৩ লাখ ৬৩ হাজার ২১১ জন। একমাত্র যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।


করোনা মহামারির কারণে এর আগে চীন, ইরানসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। সূত্র: বিবিসি, আল জাজিরা


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com