শিরোনাম
ইসরাইলি কারাগারে ৪,৮০০ ফিলিস্তিনি বন্দি
প্রকাশ : ২৩ মে ২০২০, ২২:৩৬
ইসরাইলি কারাগারে ৪,৮০০ ফিলিস্তিনি বন্দি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের কারাগারে বর্তমানে ৪,৮০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের বন্দি ও মুক্তি বিষয়ক বিভাগের প্রধান আব্দেল নাসের ফারোনে। খবর আল ওয়াতানের।


আব্দেল নাসের ফারোনে বলেন, ইসরাইলের ২৩টি কারাগার এবং অস্থায়ী কেন্দ্রে ৪৮০০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। এর মধ্যে ১৭০টি শিশু এবং ৩৯ জন নারী রয়েছেন।


ফারোনে বলেন, মহামারী করোনাভাইরাস যখন সর্বত্র ছড়িয়ে পড়ছে তখন ইসরাইল ফিলিস্তিনিদেরকে প্রায় প্রতিদিনই নির্বিচারে এবং অবৈধভাবে আটকের ফলে বন্দি ফিলিস্তিনিদের জীবন গভীর সংকটের মুখে পড়েছে।


তিনি আরো বলেন, ৭০০ জনের বেশি বন্দি বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এদের মধ্যে ৩০০ জন মারাত্মক ও জটিল রোগ যেমন হার্টের সমস্যা, ডায়েবেটিস, ক্যানসার, কিডনী সমস্যায় ভুগছেন। আটক ফিলিস্তিনি বন্দি বিশেষ করে শিশু ও নারী এবং অসুস্থ ব্যক্তিদের যাতে ইসরাইল অবিলম্বে মুক্তি দেয় সেজন্য আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ কামনা করেছেন ফারোনে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com