শিরোনাম
করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ২০ মে ২০২০, ২১:৫০
করোনায় মৃতের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ছাড়িয়েছে। ভয়াবহ এ ভাইরাসে এ পর্যন্ত তিন লাখ ২৫ হাজার ৫০৯ জন মানুষ মারা গেছে।আক্রান্ত হয়েছে ৫০ লাখের বেশি মানুষ।আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ লাখ মানুষ। বুধবার (২০ মে) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার।


আক্রান্তের দিক থেকে সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র।দেশটিতে ১৫ লাখ ২৮ হাজার ৬৬১জন মানুষ প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৯১ হাজার ৯৩৮ জনের।


দেশটির সব রাজ্যেই করোনার প্রাদুর্ভাব ঘটলেও সবচেয়ে বেশি আঘাত হেনেছে নিউইয়র্কে। সেখানে এখন পর্যন্ত ২৮ হাজার ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। এরপরেই রয়েছে, নিউজার্সি, ইলিনয় ও ম্যাসাচুসেটসের অবস্থান।


করোনার প্রকোপে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে আরেক পরাশক্তি রাশিয়া। বুধবার পর্যন্ত সেখানে তিন লাখের বেশি সংক্রমণ ঘটেছে। তবে দেশটির মৃত্যুর সংখ্যা কম নিয়ে প্রশ্ন উঠেছে। গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় আট হাজার ৭৬৪ জন এ ভাইরাসে আক্রান্ত হন। আর মৃত্যুর সংখ্যা ১৩৫ জন বেড়ে দুই হাজার ৯৭২ জনে পৌঁছে গেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com