শিরোনাম
করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ১৯ মে ২০২০, ০৯:৫৮
করোনায় মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যে ভয়াবহ এ ভাইরাসে মারা গেছে ৩ লাখ ২০ হাজার ১৩৪ জন মানুষ।আক্রান্ত হয়েছে ৪৮ লাখ ৯১ হাজার ৩২৬ জন। আক্রান্তদের মধ্যে ১৯ লাখ ৭ হাজার ৪১৩ জন সুস্থ হয়েছে।


মঙ্গলবার (১৯ মে) সকাল ৯টা পর্যন্ত পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে প্রকাশিত সর্বশেষ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।


ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, শনাক্তকৃতদের মধ্যে ২৬ লাখ ৬৩ হাজার ৭৭৯ জনের শরীরে সংক্রমণ রয়েছে। এদের মধ্যে ২৬ লাখ ১৯ হাজার ১৪ জনের সংক্রমণ মৃদু। এছাড়া ৪৪ হাজার ৭৬৫ জনের অবস্থা গুরুতর।


শনাক্তের সংখ্যা বিবেচনায় সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১৫ লাক ৫০ হাজার ২৯৪ জন। এছাড়া দেশটিতে মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন।


তালিকায় এরপরের অবস্থানে রয়েছে রাশিয়া, স্পেন, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুরস্ক এবং ইরান। এই দেশগুলোতে শনাক্তকৃত রোগীর সংখ্যা লক্ষাধিক। এছাড়া ভারতেও শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। তালিকায় বর্তমানে ৩০তম অবস্থানে থাকা বাংলাদেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা ২৩ হাজার ৮৭০ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com