শিরোনাম
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৭
প্রকাশ : ১৮ মে ২০২০, ২২:৪৫
আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন গোয়েন্দা কর্মকর্তা নিহত এবং আরো ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছে।গজনির প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ হামলার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।


আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সোমবার (১৮ মে) স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে গজনির প্রদেশের ন্যাশনাল ডাইরেক্টরেট অফ সিকিউরিটির স্পেশাল ইউনিটের ভবনের কাছে ওই গাড়িবোমা হামলা চালানো হয়। এতে কমপক্ষে সাতজন নিহত এবং আরও ৪০ জন আহত হন। হামলায় হতাহতদের বেশিরভাগই গোয়েন্দা বিভাগের লোকজন।


এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেছেন, তালেবানদের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত গজনি প্রদেশে এই হামলার পিছনে তাদের হাত রয়েছে।


সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে সহিংসতা বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান মার্কিন সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে। ওই চুক্তিতে তারা মার্কিন সেনাদের ওপর হামলা চালাবে না বলে ওয়াদা করেছে। এরপর থেকে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে তালেবান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com