শিরোনাম
সৌদিতে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল
প্রকাশ : ১৭ মে ২০২০, ০৯:৩১
সৌদিতে করোনায় আক্রান্ত ৫০ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও ব্যাপক হারে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো প্রায় তিন হাজার কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর শনিবার (১৬ মে) দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে।


সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শনিবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। নতুন করে আরো শনাক্ত ২ হাজার ৮৪০ জন কোভিড-১৯ রোগীসহ সৌদি আরবে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা এখন ৫১ হাজার ৯৮০।


সৌদি আরবে প্রাদুর্ভাব শুরুর হওয়ার প্রাথমিক দিনগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল খুব ধীর গতিতে। এমনকি গত সপ্তাহের শনিবারও একদিনে শনাক্ত রোগী র সংখ্যা ছিল প্রায় দেড় হাজার। কিন্তু শনিবার নতুন আক্রান্তের সংখ্যা প্রায় তিন হাজারের কাছাকাছি।


সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে সরকারি কর্মকর্তাদের বরাতে শনিবার করোনা নিয়ে প্রাত্যহিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানানো হয়। সরকারি টিভিতে দেয়া সবশেষে হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরো ১০ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা এখন ৩০২ জন।


চীনে প্রাদুর্ভাব শুরুর কিছুদিন পর ইউরোপ হয়ে ওঠে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র। তারও কিছুদিন পর এশিয়ায় প্রাথমিকভাবে এর বিস্তার শুরু হয়। তখনও সৌদিতে আক্রান্ত ছিল না। গত ২ মার্চ প্রথমবার দেশটিতে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। দুই মাসেরও বেশি সময়ের মধ্যে তা ৫০ হাজার ছাড়াল।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com