শিরোনাম
করোনার টিকা গোটা বিশ্বে একযোগে দেয়ার প্রতিশ্রুতি সানোফির
প্রকাশ : ১৫ মে ২০২০, ১৩:৪৯
করোনার টিকা গোটা বিশ্বে একযোগে দেয়ার প্রতিশ্রুতি সানোফির
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার টিকা কোন দেশে আগে বা কোন দেশে পরে দেয়া হবে না। সারাবিশ্বে একযোগে পৌঁছে দেয়ার কথা জানিয়েছে ফ্রান্সের ফার্মাসিটিক্যালস কোম্পানি সানোফি।


বৃহস্পতিবার (১৪ মে) এ কথা জানান সানোফির সিইও পল হাডসন।


সানোফির চেয়ারম্যান জানান, আমাদের বেশ কয়েকটি উৎপাদনশীল সংগঠন রয়েছে। এর মধ্যে কয়েকটা যুক্তরাষ্ট্রেও রয়েছে। ৩২টি দেশে ৭৩টি শিল্প পরিচালনা করে সানোফি।


এর আগে কম্পানিটির প্রধান নির্বাহী পল হাডসন জানান, যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, টিকার গবেষণায় অর্থ বিনিয়োগ করার ঝুঁকি নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলে তারাই পাবে সবার আগে। তার এই মন্তব্যের পর ফ্রান্স সরকারের সমালোচনা ও চাপের মুখে পড়ে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানটি। ফরাসী প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ জানান, সবার টিকার প্রাপ্যতার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হতে পারে না। এরপরই সানোফির চেয়ারম্যান সবার জন্য টিকার সমান প্রাপ্যতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন।


বিশ্বজুড়ে অনেক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত করোনার কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এদিকে এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা করেছে, করোনা নিয়ে গবেষণার জন্য ৮০০ কোটি ডলারের তহবিল গড়ে তোলা হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com