শিরোনাম
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হলেন ১৭ লাখ ৩ হাজার
প্রকাশ : ১৫ মে ২০২০, ১২:০৪
বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হলেন ১৭ লাখ ৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ধীরে ধীরে বিশ্বব্যাপী করোনার প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। গত একদিনে বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ হাজারের বেশি মানুষ।


শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।


যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন, স্পেনে এক লাখ ৮৬ হাজার ৪৮০ জন, ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৮৮ জন, ফ্রান্সে ৫৯ হাজার ৬০৫ জন। ইরানে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৫৩৯ জন। তুরস্কে সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০ জন।


বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫০ হাজার ৩০০ জন।


শুক্রবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৩ হাজার ৩৭২ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৫ হাজার ৪১১ জন। অপরদিকে ১৭ লাখ ৩ হাজার ৮০৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com