শিরোনাম
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ছাড়ালো ৩ লাখ
প্রকাশ : ১৫ মে ২০২০, ০৯:৫৮
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু ছাড়ালো ৩ লাখ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে। বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ালো আজ। চীনে গত বছরের ডিসেম্বরে নতুন এই ভাইরাসে মাত্র ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হলেও মৃত্যুপুরীতে পরিণত হয়েছে আমেরিকা এবং ইউরোপ।


শুক্রবার (১৫ মে) এই প্রতিবেদন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৬ হাজার ৮৫০ জন। এরমধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৩ লাখ ৩ হাজর ৪০৫ জন।


এখন পর্যন্ত একক দেশ হিসেবে করোনায় সর্বোচ্চ প্রাণহানি ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মারা গেছেন ৮৬ হাজার ৯১২ জন। আক্রান্তের তালিকাতেও শীর্ষে থাকা এই দেশটিতে বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৪ লাখ ৫৭ হাজার ৫৯৩ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৮ হাজার ২৭ জন। বাকি ১০ লাখ ৫২ হাজার ৬৫৪ জন এখনো চিকিৎসা নিচ্ছেন।


যুক্তরাষ্ট্রের পর বিশ্বে সর্বাধিক প্রাণহানি ঘটেছে ইউরোপের দেশ যুক্তরাজ্যে। দেশটিতে মারা গেছেন ৩৩ হাজার ৬১৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ১৫১ জন। করোনায় যুক্তরাজ্যের পর ইউরোপে মৃত্যুপরীতে পরিণত হয়েছে ইতালি। দেশটিতে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ৩৩৮ জনের। আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৯৬ জন। তবে দেশটিতে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৫ হাজার ২৮৮ জন।


এরপর করোনায় মৃত্যুতে শীর্ষে আছে স্পেন। দেশটিতে মারা গেছেন ২৭ হাজার ৩২১ জন। সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৬৪৬ জন। তবে সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৪৮০ জন। স্পেনের মতোই ইউরোপের আরেক উন্নত দেশ ফ্রান্সেও মারা গেছেন ২৭ হাজার ৪২৫ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৮৭০ জন।


এছাড়া ব্রাজিল ১৩ হাজার ৯৯৯, বেলজিয়াম ৮ হাজার ৯০৩, জার্মানি ৭ হাজার ৯২৮, ইরান ৬ হাজার ৮৫৪ জনের প্রাণহানি নিয়ে করোনায় মৃত্যুর শীর্ষ দেশগুলোর তালিকায় আছে।


এদিকে, ইউরোপের পর করোনার নতুন হটস্পট হয়ে উঠছে এশিয়া। বর্তমানে এই মহাদেশে সাত লাখ ৩০ হাজারের বেশি এবং মারা গেছেন ২৩ হাজার ৪০৯ জন। মহাদেশের হিসাবে প্রাণহানির এই সংখ্যা ইউরোপ, দক্ষিণ আমেরিকার পর চতুর্থ সর্বোচ্চ।


এশিয়ায় করোনায় ৬ হাজার ৮৫৪ মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে ইরান। দেশটিতে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫৩৩। এরপরই আছে চীন, করোনার উৎপত্তিস্থল এই দেশটিতে মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৯২৯ জন।


আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে প্রতিবেশি ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত রোগী পাওয়া গেছে ৭৮ হাজার ৮১০ জন। ২ হাজার ৫৬৪ মৃত্যু নিয়ে এশিয়ায় করোনার নতুন হটস্পট হতে যাচ্ছে ১৩০ কোটি মানুষের দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার এই দেশ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com