শিরোনাম
লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড
প্রকাশ : ১১ মে ২০২০, ২২:৫৭
লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাস সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করতে পারায় লকডাউন তুলে নিচ্ছে নিউজিল্যান্ড।তবে কিছু ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে। সোমবার (১১ মে) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।


টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন, বৃহস্পতিবার থেকে শপিংমল, রেস্টুরেন্ট, সিনেমা ও প্লেগ্রাউন্ড খুলে দেয়া হবে। তবে কোভিড-১৯ আমাদের সাথে নেই এ কথা কেউ বলতে পারবে না। সুতরাং ঝুঁকি আছে। প্রত্যেককে সতর্ক থাকতে হবে।


আরডার্ন বলেন, দ্বিতীয় স্তরের আওতায় নেয়া পদক্ষেপসমূহ আগামী দু’সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এর অগ্রগতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।


প্রসঙ্গত, মাত্র ৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৭ জন এবং মারা গেছে ২১ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com