শিরোনাম
করোনায় ৩ বার আক্রান্ত হয়ে পাগল হওয়ার পথে যুবক
প্রকাশ : ০৭ মে ২০২০, ১১:৪৮
করোনায় ৩ বার আক্রান্ত হয়ে পাগল হওয়ার পথে যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দুই মাসের মধ্যে করোনায় পরপর তিন বার আক্রান্ত হয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এক মার্কিন যুবক। তিনি জানান, সব সময় তার মনে হচ্ছে করোনা শরীরে থেকেই যাচ্ছে।


টেক্সাসের ২৬ বছর বয়সী খ্রিস্টান বার্মিয়া প্রথম করোনায় আক্রান্ত হন ১৯ মার্চ। ওই সময় তার শরীরে কোনো করোনার উপসর্গ ছিল না। এখনো খুব একটা নেই।


করোনায় আক্রান্ত ওই যুবক ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, নাকে আগের মতো ঘ্রাণ পাচ্ছি না। শরীর দুর্বল। মাথা ঘোরে। মনে হচ্ছে খুব শিগগিরই পাগল হয়ে যাব।


তিনি আরো বলেন, এই ভাইরাসে শুধু শারীরিক ক্ষতিই করে না। মানসিকভাবে শেষ করে দেয়। সব সময় মনে হবে আপনার শরীরে ভাইরাস থেকে যাচ্ছে।


বার্মিয়া গত মার্চ থেকে এখন পর্যন্ত ৫২ দিন আইসোলেশনে আছেন। তবে তাকে আর কতদিন তাকে আইসোলেশনে থাকতে হবে তাও ঠিক বলতে পারছেন না চিকিৎসকরা। বার্মিয়া চলতি সপ্তাহে আবার টেস্ট করাবেন। এভাবে আরো কয়েক মাস টানা তাকে টেস্টের ভেতর থাকতে হবে।


সবশেষ তথ্য অনুযায়ী টেক্সাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৩৩২ জন। এখন পর্যন্ত ৮৮৪ জন মারা গেছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com