শিরোনাম
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ নোয়াম চমস্কি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২০, ১৯:০১
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ নোয়াম চমস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা মহামারির মধ্যেও ইরানের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা অব্যাহত রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্ট মার্কিন দার্শনিক এবং রাজনৈতিক ভাষ্যকার নোয়াম চমস্কি।


সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখন যুক্তরাষ্ট্র এ রকম বিপর্যয়কর নিষেধাজ্ঞা আরোপ করে তখন বুঝতে হবে যে, শুধু একমাত্র দেশ যুক্তরাষ্ট্র এই ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে এবং অন্যদের দায়িত্ব হচ্ছে তা অনুসরণ করা। এটা অনেকটা প্রভু এবং ভৃত্যের সম্পর্কের মতো। আমেরিকার কথা না শুনলে অন্য দেশগুলোকে তারা অর্থনৈতিক ব্যবস্থা থেকে বহিষ্কার করে।


তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান এবং সিঙ্গাপুর বেশ সফলতার পরিচয় দিয়েছে।


সাক্ষাৎকারের চমস্কি জার্মানির স্বার্থপরতার সমালোচনা করেন। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে জার্মানির স্বার্থপর আচরণ গ্রহণযোগ্য নয় এবং তারা বাকি বিশ্বকে এই সংকটের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দিচ্ছে না। করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডবে আমেরিকা ও ব্রিটেনের অবস্থা অত্যন্ত খারাপ।


৯১ বছর বয়সী এই বুদ্ধিজীবী আরো বলেন, করোনার মারাত্মক আঘাত চলছে এবং সম্ভবত আরো ভয়াবহ আকার ধারণ করে সামনে এগিয়ে আসবে। আমরা বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি। মানব সভ্যতায় আজ পর্যন্ত যেসব খারাপ ঘটনা ঘটেছে তার যেকোনোটির চেয়ে এখন এটি বড় কিছু হয়ে উঠতে চলেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com