শিরোনাম
করোনায় স্পেনে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২০, ২০:০১
করোনায় স্পেনে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। খবর আল জাজিরা।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন। সেখানে মারা গেছেন মোট ১৫ হাজার ২৮৩ জন।


ইতালির মতো স্পেনও গত কয়েক সপ্তাহ ধরে মারাত্মকভাবে করোনাভাইরাস সংক্রমণে ভুগছে। তবে সাম্প্রতিক হিসাব অনুসারে ধারণা করা হচ্ছে, শিগগিরই হয়তো দেশটিতে এর প্রকোপ কমতে শুরু করবে।


এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com