শিরোনাম
আইসিইউতে বরিস জনসনের অবস্থা স্থিতিশীল
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২০, ১৭:২১
আইসিইউতে বরিস জনসনের অবস্থা স্থিতিশীল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে । বুধবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার এ তথ্য জানান।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শ্বাস কষ্ট থাকায় বরিস জনসনকে অক্সিজেন দেয়া হয়েছে। তবে এখনো ভেন্টিলেটরে রাখার মত তার অবস্থার অবনতি হয়নি।


এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এডওয়ার্ড আরগার বলেন, সে স্থিতিশীল অবস্থায় আছেন। সে সেখানে আরামে আছেন। তাকে অক্সিজেন দেয়া হয়েছে, ভেন্টিলেটর নয়।


প্রায় দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার ১০ দিন পর পরিস্থিতির অবনতি হওয়ায় গত রবিবার তাকে লন্ডনের সেন্ট থোমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে বরিস জনসনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com