শিরোনাম
করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ৮৩৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২০, ০৮:০৭
করোনাভাইরাস: ফ্রান্সে একদিনেই ৮৩৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সে মহামারিকরোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৩৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৯১১ জনে।


সোমবার (৬ এপ্রিল) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান এ তথ্য জানান। তিনি বলেন, আমরা এখনো এই মহামারির উর্ধ্বক্রমের শেষ চূড়ায় পৌঁছাইনি। বহু পথ পাড়ি দিতে হবে। ঘোষিত পরিসংখ্যানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে।


নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাড়িতে থেকে (ভাইরাস) আটকে ফেলার প্রচেষ্টা অব্যাহত রাখুন।


উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এশিয়ার বাইরে করোনায় প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় ফ্রান্সে। ভাইরাসটির বিস্তার রোধে গত ১৭ মার্চ দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়। এরপরও সেখানে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।


প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের ২০০ দেশে ছড়িয়েছে। নতুন এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৩৫ হাজার এবং মারা গেছেন প্রায় ৭৪ হাজার মানুষ। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ২ লাখ ৭৬ হাজার জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com