শিরোনাম
টানা চতুর্থ দিনের মতো স্পেনে কমলো মৃতের সংখ্যা
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ২০:৩২
টানা চতুর্থ দিনের মতো স্পেনে কমলো মৃতের সংখ্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা টানা চতুর্থ দিনের কমেছে। সোমবার (৬ এপ্রিল) দেশটিতে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনে নতুন করে ৪ হাজার ২৭৩ জন আক্রান্তকে শনাক্ত করা হয়েছে। এতে করে দেশটির মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৩২ জনে। যা ইউরোপের মধ্যে সর্বোচ্চ, তবে বিশ্বের মধ্যে দ্বিতীয়। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তালিকায় ইতালির পরেই স্পেনের অবস্থান।


দেশটিতে সর্বশেষ একদিনে ৬৩৭ জনের মৃত্যু হয়েছে। যা ২৪ মার্চ থেকে এ পর্যন্ত একদিনে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। রবিবার মৃত্যু হয়েছিল ৬৭৪ জনের। স্পেনে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৯৫০ জন।


স্পেনে জরুরি স্বাস্থ্য কমিটির উপ-প্রধান মারিয়া হোসে সিয়েরা জানান, মহামারির আক্রান্তের সংখ্যা প্রায় সব এলাকাতেই মন্থর হচ্ছে।


যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৮৬ হাজার ৪০৯। এর মধ্যে ৭০ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন দুই লাখ ৭০ হাজার ৯৮ জন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com