শিরোনাম
তাবলিগের ২০ হাজারেরও বেশি মুসল্লি কোয়ারেন্টিনে
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ১১:১৩
তাবলিগের ২০ হাজারেরও বেশি মুসল্লি কোয়ারেন্টিনে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানে তাবলিগ জামাতে অংশ নেয়া ২০ হাজারের বেশি মুসল্লিকে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। গত মাসে অনুষ্ঠিত ওই জামাতে অংশগ্রহণকারী আরো হাজার হাজার মানুষকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ সরকার।


পাকিস্তানে করোনা সংক্রমণ ঘটার পরও ১০-১২ মার্চ পর্ন্ত ওই তবলিগ জামাত অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নিয়েছিলেন। সরকারের আশঙ্কা তবলিগে অংশ নেয়া মুসল্লিদের মাধ্যমে করোনা ভয়ঙ্কর রূপ নিতে পারে। এজন্য তাদের সনাক্ত করে কোয়োরেন্টিনে নেয়ার চেষ্টা করছে ইসলামাবাদ।


জানা যায়, লাহোর শহরের এক মসজিদে অনুষ্ঠিত ওই জামাতে ১ লাখের বেশি মানুষ অংশ নিয়েছিলেন। করোনা আক্রান্ত দেশটিতে সরকারের অনুরোধ অগ্রাহ্য করে ওই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আয়োজকরা।


লাহোর জামাতে অংশ নেয়া ৫৩০০ মুসল্লিকে কোয়ারেন্টিনে নিয়েছে খাইবার পাকতুনখাওয়া প্রদেশের সরকার। চিকিৎসকরা তাদের করোনা পরীক্ষা করে দেখছেন। তাদের অনেকের করোনা পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে বলে জানা গেছে।


এছাড়া পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে আরও প্রায় ৭ হাজার মানুষকে। তবলিগে অংশ নেয়া ৮ হাজারের বেশি মানুষকে কোয়ারেন্টিনে নিয়েছে সিন্ধু প্রদেশের সরকার।


পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আরো বেশ কিছু মানুষকে সেল্প আইসোলেশনে রাখা হয়েছে। এ অবস্থায় গত মাসের শেষ নাগাদ পাকিস্তানের বিভিন্ন স্থানে তবলিগি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।


পাক কর্তৃপক্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে জানায়, গত মাসে ওই তবলিগে অংশ নেয়া কমপক্ষে ১৫৪ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।


পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন আরও ৪৭ জন।-সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস অবলম্বনে


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com