শিরোনাম
নিউইয়র্কে আরো প্রায় ৬শ করোনা রোগীর মৃত্যু
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২০, ০৮:৫৮
নিউইয়র্কে আরো প্রায় ৬শ করোনা রোগীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য নিউইয়র্কে আরো প্রায় ছয়শ করোনা রোগীর মৃত্যু হয়েছে।


রবিবার (৫এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান।


গভর্নরের বরাতে মার্কিন সংবাদমাদ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, গত ২৪ ঘণ্টায় নিউইয়র্কে করোনায় ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিউইয়র্কে মৃতের সংখ্যা এখন ৪ হাজার ১৫৯। গতকালও একদিনে সেখানে ৬৩০ করোনা রোগীর মৃত্যু হয়।


প্রায় ছয়শ মৃত্যু ছাড়াও নিউইয়র্কে গত একদিনে আরো ৮ হাজার ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এ নিয়ে শুধু ওই অঙ্গরাজ্যটিতেই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ১ লাখ ২২ হাজার ৩১ জন। উল্লেখ, বিশ্বে সর্বোচ্চ প্রায় সোয়া তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত।


নিউইয়র্কের গভর্নর কুমো প্রেসি ব্রিফিংয়ে বলেন, রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় নিজেদের কার্যক্রম চালাতে গিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে হাসপাতালগুলো। করোনা সংক্রমণ কিছুটা কমলেও পরিস্থিতি যে কোনদিকে যাচ্ছে তা এখনই বোঝা যাচ্ছে না।


শুধু মৃত্যু নয় আক্রান্তের দিক দিয়েও যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের অবস্থান সবার উপরে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ শনাক্ত সোয়া ৩ লাখ মানুষের মধ্যে ১ লাখ ২৫ হাজারই নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশী করোনায় প্রাণ হারায়।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com