শিরোনাম
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৮:০৪
করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত মোট ৬০ হাজার ১৪৯ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এছাড়া শনাক্ত হয়েছেন ১১ লাখ ৩০ হাজার ৮১৪ জন।


পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, এখন পর্যন্ত শনাক্ত হওয়াদের মধ্যে ৮ লাখ ৩৪ হাজার ৭৬৩ জনের শরীরে এখনো করোনার উপস্থিতি আছে। এছাড়া আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৫ হাজার ৯০২ জন।


এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ২ লাখ ৭৭ হাজার ৫২২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৪০৩ জন। মৃত্যুর দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি। দেশটিতে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪ হাজার ৬৮১ জন মারা গেছেন। আর শনাক্ত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৮২৭ জন রোগী।


এছাড়া স্পেনে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ৫৪৬ জন।


এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। এরমধ্যে নতুন করে মারা গেছেন আরো দুজন। ফলে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৮।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com