শিরোনাম
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১৪:৩৭
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন অন্তত ৫০০জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩০৮২।


শুক্রবার (৩ এপ্রিল) করোনায় ভারতে মৃত্যু হয়েছে ১২ জনের। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬২ জন।


এদিকে, আইসিএমআরের একটি সূত্র দাবি করেছে, এপ্রিলের শেষেই দেশে সংক্রমণের হার সবথেকে বেশি হতে পারে। তবে সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও।


সংক্রমণের নিরিখে এগিয়ে রইল তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং দিল্লি। তামিলনাড়ুতে নতুন করে ১০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১১-এ পৌঁছেছে।


রাজধানীতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৮৪ জন।মহারাষ্ট্রে আক্রান্ত ৪৯০ জন। সে রাজ্যে আরও ৬৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অধিকাংশই মুম্বাইয়ের বাসিন্দা। দিল্লিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১ জন। করোনা পজিটিভ হয়েছে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তার।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com