শিরোনাম
করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় রেকর্ড ১১৬৯ জনের মৃত্যু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১০:০১
করোনায় যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় রেকর্ড ১১৬৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টায় দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৬৯ জন।


বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ছয় হাজারের কাছাকাছি পৌঁছে গেছে।


চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় এখন শীর্ষ অবস্থান যুক্তরাষ্ট্রের।


যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ৯১১। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। এখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৬২ জনের।


জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com