শিরোনাম
করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ০৮:৪৭
করোনাভাইরাস: বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সারা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।


ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, বিশ্বের ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২ হাজার ৭১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৬ হাজার।


এই মুহূর্তে করোনার নতুন কেন্দ্র হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৩৫ হাজার ৮৬০ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে সাড়ে ৫ হাজারেরও বেশি।


যুক্তরাষ্ট্রের পর এ ভাইরাসে আক্রান্তের সংখায় দুইয়ে রয়েছে ইতালি। সেখানে ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। তবে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইউরোপের এ দেশটিতে। এখন পর্যন্ত দেশটিতে ১৩ হাজার ৯শ জনেরও বেশি মারা গেছে। একদিনেই প্রাণহানির ঘটনা ঘটেছে ৭৬০ জনর।


স্পেনেও বাড়ছে আক্রান্ত-মৃত্যুর সংখ্যা। দেশটিতে করোনায় মৃত্যুবরন করেছেন ১০ হাজার ৩ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ২৩৮ জন।


এছাড়া ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৪ হাজার ৩২ এবং আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৯৮৯ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com