শিরোনাম
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো
প্রকাশ : ০২ এপ্রিল ২০২০, ০৮:২০
করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়ালো
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ২ লাখ ১১ হাজার ৪শ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮শ ৭৮ জন।


যুক্তরাষ্ট্রে আক্রান্তের প্রায় ৪০ শতাংশ রোগীই নিউইয়র্ক অঙ্গরাজ্যের। বুধবার (১ এপ্রিল) এ অঞ্চলে নতুন রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ৯১৭ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৭১২ জনে। এদিন সেখানে মারা গেছে আরো ৩১৯ জন। ফলে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৪১ জন।


নিউ জার্সিতে আক্রান্ত হয়েছে প্রায় ১৯ হাজার মানুষ, মারা গেছে ২৬৭ জন। মিশিগান অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯ জনে। এ অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ।


আক্রান্তের সংখ্যায় অনেক আগেই চীনকে ছাড়িয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার মৃত্যুসংখ্যাতেও বহুদূর এগিয়ে গেল তারা। বুধবার দেশটিতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৬৬৫ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭শ ১৮ জনে।


মহামারী আকার ধারণ করা এ ভাইরাসে বিশ্বে মোট ৯ লাখ ৩০ হাজার ৫শ জনেরও বেশি আক্রান্ত হয়েছে। বুধবার মোট আক্রান্তের সংখ্যা ৭২ হাজার ১শ ৮৭ জন। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৯৩ হাজার ৭৫০ জন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com