শিরোনাম
‘বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের পূর্বাভাস’
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ১১:৫১
‘বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের পূর্বাভাস’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের মানুষ বিশুদ্ধ খাবার, ফল আর সবজি সঙ্কটে পড়তে পারেন। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)।


সংবাদ মাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেয়া এক বক্তব্যে ফাওয়ের প্রধান অর্থনীতিবিদ জানান, কোভিড নাইনটিনের কারণে বিশ্বব্যাপী তৈরি হওয়া সঙ্কটে কোনো কোনো দেশ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশীয় উৎপাদনে জোর দিচ্ছে।


তবে বিপত্তি ঘটতে পারে যখন বিভিন্ন দেশের সরকার খাবারের সরবরাহকে বাধাগ্রস্ত করবে। রাশিয়া ১০ দিনের জন্য গম রফতানি বন্ধ করেছে, কাজাখস্তান গম, সবজি আর চিনি রফতানি বন্ধ করেছে।


ফাও বলছে, এসব পদক্ষেপ পরিস্থিতি আরও ভয়ঙ্কর করে তুলবে। কিছু দেশতো খাদ্য উৎপাদনের জন্য পর্যাপ্ত শ্রমিকও পাচ্ছেন না। খুব শিগগিরই ইউরোপের মজুদ শেষ হবে বলেও আশঙ্কা প্রকাশ করে ফাও। সংস্থাটি বলছে, খাবার মজুদ করে নষ্ট করলে সঙ্কট আরো প্রকট হবে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com