শিরোনাম
করোনায় ফ্রান্সে একদিনে ৪১৮ জনের মৃত্যুর রেকর্ড
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ০৮:০৯
করোনায় ফ্রান্সে একদিনে ৪১৮ জনের মৃত্যুর রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪১৮ জন মারা গেছেন। করোনায় একদিনে দেশটিতে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩০০০ জনে দাঁড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৪৩৭৬ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৫৫০ জন।


তবে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে যে মৃত্যুর হিসাব দিচ্ছে তা শুধু করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু নিয়ে তৈরি। হাসপাতাল ছাড়াও দেশটির অন্যান্য স্থানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। সেই হিসাব রাখা হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যাটা আরো বেশি।


ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার (৩০ মার্চ) তাদের হালনাগাদ তথ্য দিয়ে জানায়, একদিনে সর্বোচ্চ ৪ শতাধিক মানুষের মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখানো মানুষের সংখ্যা এখন ৩০২৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ হাজার ৮৪৬ জন, এরমধ্যে ৫ হাজার ৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক।তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com