শিরোনাম
করোনায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১১:৫৫
করোনায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয়জনের মৃত্যু হলো। রবিবার (২৯ মার্চ) গভীর রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কালিম্পঙের বাসিন্দা ৪৪ বছরের ওই নারীর মৃত্যু হয়েছে।


মেয়ের চিকিৎসার জন্য ওই নারী সম্প্রতি চেন্নাইতে গিয়েছিলেন। এরপর গত ১৬ মার্চ সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন।


স্থানীয়ভাবে প্রথমে তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। এরপর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সব রকম লক্ষণই থাকায় তার নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে। কিন্তু কোনো চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ক্রমে তার শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে।


রবিবার রাত ২টার দিকে তার মৃত্যু হলেও ভারতের স্বাস্থ্য দফতর সরকারিভাবে এখনও তার মৃত্যু ঘোষণা করেনি।


এছাড়া পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত অপর রোগী নয়াবাদের প্রৌঢ়ের অবস্থাও সঙ্কটজনক। শ্বাসকষ্টের জন্য ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তার চিকিৎসক অজয় সরকার বলেছেন, “আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।” সূত্র: আনন্দবাজার।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com