শিরোনাম
উহানে ৪২ হাজার মানুষ মারা গেছে, দাবি স্থানীয়দের
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১০:৩০
উহানে ৪২ হাজার মানুষ মারা গেছে, দাবি স্থানীয়দের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে কমপক্ষে ৪২ হাজার মানুষ মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। অথচ চীন সরকার বলছে, নভেল করোনাভাইরাসে গোটা দেশেই এখন পর্যন্ত ৩ হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে!


শহরটি থেকে গত ডিসেম্বর নতুন এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। সেই থেকে চীনে আক্রান্ত এবং মৃতের সংখ্যা নিয়ে নানা আলোচনা চলছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির সরকার সংখ্যা কমিয়ে বলছে।


উহানের স্থানীয় সূত্রের বরাত দিয়ে ডেইলি মেইলে বলা হয়েছে, শহরটিতে কমপক্ষে ৫০০টি স্থানে কবরের জন্য বাসিন্দাদের ঠিক করে দেয়া হয়। সেখানে প্রতিদিন শতশত মানুষকে রাখা হচ্ছে।


বাসিন্দাদের বলা হয়েছে, ৫ এপ্রিল নাগাদ আনুষ্ঠানিকভাবে মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়া করা হবে। ধারণা করা হচ্ছে ১২ দিনের ব্যবধানে ৪২ হাজার মানুষের আনুষ্ঠানিক সৎকার হবে।


যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাস ৩৩ হাজার ৯৬৮ প্রাণ নিয়ে আরো ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে বিশ্বকে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com