শিরোনাম
করোনাভাইরাস: স্পেনে এক দিনেই ঝরলো ৮২১ প্রাণ
প্রকাশ : ৩০ মার্চ ২০২০, ১০:০০
করোনাভাইরাস: স্পেনে এক দিনেই ঝরলো ৮২১ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায় প্রাণ হারিয়েছেন আরো ৮২১ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮০৩ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬ হাজার ৮৭৫ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১১০ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৭০৯ জন।


স্পেনে এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ হাজার ৫৯৮ করোনা রোগী। তাদের মধ্যে ৪ হাজার ১৬৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।


প্রসঙ্গত, রবিবার (২৯ মার্চ) পর্যন্ত বিশ্বের ১৯৯টি দেশের মোট ৭ লাখ ২২ হাজার ১৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৮ হাজার ৮৬৪ জন। আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৯৭৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৩ হাজার ১১০ জন। এছাড়া সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৪ জন।


এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ২৬ হাজার ৬৮১ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছেন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com